পরিবেশবাদীদের কল্যাণে আজকাল সাফারি পার্ক শব্দটি প্রায় সবারই জানা। নানা ধরনের বিলুপ্তপ্রায় প্রাণী থেকে শুরু করে হিংস্র শ্বাপদ- সবই হেঁটে বেড়ায় বিরাট খোলা জায়গায় প্রাকৃতিক পরিবেশে। আর দর্শনার্থীরা থাকে খাঁচার ভেতর তথা সুরক্ষিত গাড়ির ভেতর বসে ঘুরে ঘুরে দেখে এসব প্রাণী। কিন্তু সাপের…